এম. কফিল উদ্দিন,পেকুয়া…………..পেকুয়ায় শ্বাসরোধ করে হোমিও চিকিৎসক ডা: হারাধান দাশ খুনের ঘটনায় পুলিশ এখনো জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। পুলিশ এখনো এ ঘটনার কোন ক্লু উদঘাটন করতে পারেনি। পেকুয়া থানা পুলিশ গত ১৮ সেপ্টেম্বর পেকুয়া বাজারের ওই চিকিৎসকের লাশ তার চেম্বারের পিছনের একটি কক্ষ থেকে থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। নিহত চিকিৎসক পেকুয়া বাজারের পান বাজার রোড়স্থ ন্যাশনাল হোমিও ফার্মেসীর স্বত্তাধিকারী। গত ১৭ সেপ্টেম্বর রাতের আধারে তার চেম্বারে রোগী সেজে ঢুকে অজ্ঞাতনামা দৃর্বৃত্তরা গলায় গামছা পেছিয়ে তাকে নির্মমভাবে খুন করে কৌশলে পালিয়ে যায়। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নয়াহাট গ্রামের বাসিন্দা। ঘটনার পর নিহত চিকিৎসকের পুত্র বাবলা দাশ (২৫) বাদী হয়ে অজ্ঞাত আসামী করে পেকুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। গত ২০ সেপ্টেম্বর সকালে কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতার ঘটনাস্থল পরিদর্শন করেছন। পরিদর্শন শেষে তিনি স্থানীয় সাংবাদিকদের জানান, চিকিৎসক হত্যাকান্ডের ব্যাপারে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। খুনীদের সনাক্ত করতে পুলিশ কাজ অব্যাহত রেখেছে। সরেজমিনে পেকুয়া বাজারে গিয়ে ব্যববসায়ীদের সাথে আলাপ করে জানা গেছে,ডা: হারাধান দাশ হত্যাকান্ডের ৯৬ ঘন্টা পার হয়ে গেলেও পুলিশ এ ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি। এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। পাশাপাশি ব্যবসায়ীরা আতংকে ও রয়েছেন। পুলিশ ঘটনার পরদিন ডা: হারাধন খুনের ঘটনায় সন্দেহে পেকুয়া বাজারের নৈশ প্রহরীসহ ৪ জনকে পুলিশ আটক করলেও পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়। এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( প্রশাসন) আনোয়ার হোছাইন বলেন, ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। জোর প্রচেষ্টা চলছে এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য।
Leave a Reply