এম. কফিল উদ্দিন, পেকুয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে ভষ্মীভূত হয়ে গেছে। এতে ১০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। অগ্নিকান্ডটি ঘটেছে, গত ৬অক্টোবর রাত ১টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের মৌলভী বাজারে । জানা যায়, মৌলভী বাজারস্থ মাহমুদুল করিমের মুদির দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে ছড়িয়ে ছৈয়দুল আলমের মালিকানাধীন ছৈয়দ মেডিকো ফার্মেসী, ছৈয়দুল আলমের একটি চায়ের দোকান ও সেলিমের দোকানসহ ৪টি দোকান আগুনে পুড়ে সর্ম্পূন ছাই হয়ে যায়। এলাকাবাসী পেকুয়ার ফায়ার সার্ভিসকে অবগত করলে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছার আগেই দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন, পূর্ব শত্র“তার জের ধরে দূর্বত্তরা রাতের আধারে আগুন ধরিয়ে দেয়।
Leave a Reply