এম. কফিল উদ্দিন,পেকুয়ায় নবজাতকের এক লাশ উদ্ধার করছে পেকুয়া থানা পুলিশ। জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে পেকুয়া স্বাস্থ্য কমপেক্সের প্রাচীরের ভিতরে স্থানীয়রা একটি সদ্যজাত মৃত বাচ্চার লাশ দেখতে পেলে পেকুয়া থানা পুলিশকে অবহিত করে। পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ ব্যাপারে পেকুয়া থানার এস.আই নিভূ রঞ্জন জানান, লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করবে বলে তিনি জানান।
Leave a Reply