এম. কফিল উদ্দিন, পেকুয়া: প্রেম মানে না ধর্ম, মানে না বর্ণ, বুঝে না ধনী-গরীব। এমন প্রেমের সমাপ্তি হয়েছে এক প্রেমিক জুটির। একজন আরেকজনের ভালবাসা সত্যি করতে পরিবারের অজান্তে বিয়ে করতে পেকুয়ায় কপোত-কপোতী দুইজন অজানার উদ্দেশ্যে উধাও হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত ২ নভেম্বর রাত আনুমানিক ১০টার সময় উপজেলার রাজাখালী ইউনিয়নে। জানা যায়, ওই ইউনিয়নের সুন্দরীপাড়া এলাকার শাহ আলমের কণ্যা চট্টগ্রামে অধ্যয়নরত সোনিয়া (২০)র’ সাথে দীর্ঘ দিন ধরে একই ইউনিয়নের পালাকাটা এলাকার মাহমুদ আলমের পুত্র মাদ্রাসা পড়–য়া জুনাইদুল ইসলাম (২২)র’ মধ্যে গোপনে প্রেমের সম্পর্ক চলে আসছিল। ঘটনাটি জানাজানি হলে প্রেমিক জুনাইদুল ইসলামের পরিবারের পক্ষ থেকে প্রেমিকা সোনিয়া পরিবারের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। সোনিয়ার পরিবার প্রেমিক জুনাইদ পরিবারের বিয়ের প্রস্তাব অসম্মতি প্রত্যাখান করে। তড়িঘড়ি করে প্রতিবেশী জাফর আহমদের পুত্র নুরুল ইসলামের সাথে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্ত সোনিয়া না মেনে ঘটনার দিন স্বন্ধ্যায় প্রেমিক জুনাইদের বাড়ি গিয়ে আত্মহত্যা করার হুমকি দেয়। এতে কপোত-কপোতী দু’জনের সিদ্ধান্তে বাড়ি ছেড়ে উধাও হয়ে যায়। অভিযোগ উঠেছে, সোনিয়ার পরিবার মেয়ের উধাও হওয়ার ঘটনাটিকে অপহরন হয়েছে বলে বিভিন্ন হুমকি দিচ্ছে জুনাইদের পরিবারকে। জুনাইদের পরিবারের দবি তারা দু’জনে সিদ্ধান্ত নিয়ে বাড়ি থেকে পালিয়েছে। এতে আমাদের কোন হাত নেই। এরপরেও প্রেমসংঘটিত বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করার তারা চেষ্টা চালাচ্ছে।
Leave a Reply