টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে মোটরসাইকেল আরোহী পুলিশ সদসস্যের গাড়ির আঘাতে এক মাদ্রাছাত্রের প্রাণ যায়যায়। ২৩ সেপ্টেম্বর বিকাল ৫টায় বাহারছড়া হাজমপাড়া দাখিল মাদ্রাসার সামনে এঘটনা ঘটে। জানা যায়- হাজমপাড়া দাখিল মাদ্রাসার ৪র্থ শ্রেণীর ছাত্র আহমদুল্লাহর পুত্র মোঃ তারেক(১০) বিকাল ৫টায় মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্যদের গাড়ি দূর্ঘটনায় মারত্মক ভাবে আহত হয়। আহত মাদ্রার ছাত্র তারেককে প্রথমে শামলাপুর আল হোসাইন হেল্থ কেয়ার ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তার অবস্থা আশংকা জনক বলে জানা যায়। এদিকে মোটরসাইকেল চালক শামলাপুর ফাঁড়ির আইসি আব্দুল মোনাফ ও মাইনুদ্দীন শামলাপুরে যাওয়ার পথে তাদের দূর্ঘটনায় আহত ছাত্র তারেককে কোন সহানুভুতি না দেখিয়ে উল্টো ধমক দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন বলে জানান প্রত্যক্ষ দর্শীরা। তাদের নেক্কার জনক চরিত্রে উপস্থিত জনসাধারণের মাঝে চরম উৎকন্ঠা সৃষ্টি হয়েছে। এমনকি উপস্থিত অনেকে রশিকতা করে বলছেন- ‘পুলিশ বলে কথা’।
Leave a Reply