নজির আহমেদ সীমান্ত ….পুলিশ ডাকাত বন্দুক যুদ্ধের লুট হওয়া পুলিশের শর্টগানটি ঘটনার পাঁচদিন পর উদ্ধার করেছে পুলিশ। টেকনাফ হোয়াইক্যং চাকমারকুল পাহাড়ের গহীণ অরণ্যে গত ২৮ আগষ্ট ভোর সকালে উখিয়া থানার অভিসার ইনচাঁজ নীলু কান্তি বড়–য়ার একটি পুলিশের টিম অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করে। ঘটনার পর থেকে এপযর্šÍ ডাকাত সর্দার শাহজালাল সহ ১১ জন ডাকাত সদস্যকে আটক করে পুলিশ গত ২৩ আগষ্ট উখিয়া ছেপটখালীতে পুলিশের অটোরিক্সা ডাকাতের ব্যরিকেটে আটকা পড়ে। ওইসময় ডাকাতদল পুলিশকে লক্ষ করে এলোপাতাড়ি গুলি ছুটে। পুলিশ ১০/১২ রাউন্ড গুলি ছুটে। রীতিমত দু’পক্ষের মধ্যে বন্দুক যুদ্ধ হয়। ওই সময় ডাকাতের গুলিতে হত পুলিশের এক হাবিলদারসহ ৪ পুলিশ। ডাকাতের গুলি ও লোহার আঘাতে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায় কনস্টেবল পরিতোষ । এ সুযোগে ডাকাতদল তার শর্টগানটি নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থ ছেপটখালীতে ধারাবাহিক চিরনীূ অভিযান চালিযে ৮ ডাকাত সদস্যসহ তাদের দুটি লম্বাবন্দুক উদ্ধার করে। গত ২৭ আগষ্ট বানন্দরবন থানায় আটক হয় ডাকাত আকতার ও আবু সৈয়দ । তাদের স্বীকারোক্তি মতে গতকাল টেকনাফ হোয়াইক্যং ছাকমারকুল পাহাড় থেকে পুলিশের শর্টগান উদ্ধার পরে ডাকাত সরদার শাহজালাল (ঘটনারদিন পুলিশের গুলি বৃদ্ধ) কেও আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। এ পর্যন্ত সরদার শাহজালালসহ ১১ ডাকাত আটক দু’টি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। উখিয়া থানার অফিসার ইনচাঁজ নীলু কান্তি বড়–য়া সমকালের টেকনাফ প্রতিনিধি বলেন ছেপটখালীতে ডাকাতের সড়ক ব্যরিকেট দিয়ে পুলিশের উপর গুলি করে ৪ পুলিশ আহত হয় এতে দু’জন গুরুতর আহত তরা এখনও চিকিৎসাধিন রয়েছে। ওইদিন লুট হওয়া পুলিশের শর্টগানটি টেকনাফ হোয়াইক্যং পাহাড় থেকে উদ্ধার হয়েছে
উদ্ধকৃত শর্টগানের ছবিটি একটু পরে পাঠানো হবে
নজির আহমেদ সীমান্ত
টেকনাফ কক্সবাজার প্রতিনিধি
০১৮১৮০০৪৮১৮
২৮ আগষ্ট ১২
Leave a Reply