মোঃ রেজাউল করিম ,ঈদগাঁও পুলিশের ধারাবাহিক অভিযানে ঈদগড়ে আইন শৃংখলা ক্রমশঃ উন্নতি হচ্ছে। এলাকায় চুরি, ডাকাতি সহ অসামাজিক কার্যকলাপ প্রায় বন্ধ রয়েছে। জানা যায়, জেলার ক্রাইম পয়েন্ট হিসাবে বিবেচিত ঈদগড়ে এক সময় এমন কোন দিন ছিলনা যে, চুরি ডাকাতি হচ্ছেনা। প্রতিনিয়ত এলাকায় চুরি,ডাকাতি সহ মাদক বিক্রি অসামাজিক কার্যকলাপের কারণে আইন শৃংখলা অবনতি হতে থাকে। চলতি বছরের ঈদগড় আর.আর.এফ পুলিশ ক্যাম্পের ইনচার্জ হিসেবে সুবেদার জাহাঙ্গীর আলম দায়িত্ব গ্রহনের পর অল্প সময়ের মধ্যে উক্ত পুলিশ অফিসার ঈদগড়ের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালায়। এতে চিহ্নিত ডাকাত অবৈধ অস্ত্র তৈরির ক্বারীগর, চিহ্নিত মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মামলার পলাতক আসামীদেরকে গ্রেফতার করেন। এলাকার নানা ক্রাইম পয়েন্টে পুলিশের ধারাবাহিক নিয়মিত অভিযান ও ঈদগাঁও ঈদগড় সড়কের পানের ছড়া ঢালা এবং বাইশারী সড়কের ঈদগড় ধুইল্যাঝিরি,বৈদ্যপাড়া রাস্তার মাথা ও ব্যাংডেবা ঢালায় স্থানীয় ক্যাম্পের ইনচার্জ জাহাঙ্গীর আলম পুলিশ টহল জোরদার করায় পুলিশের গ্রেফতার এড়ানে চিহ্নিত কিছু অপরাধী এলাকা ছাড়া হওয়ায় বর্তমানে পুরো ইউনিয়নে আইন শৃংখলার উন্নতি হচ্ছে। কোথাও চুরি ডাকাতি,মারামারি অসামাজিক কার্যকলাপ ও অন্যান্য অপরাধের খবর মিলছেনা। এলাকার শান্তিপ্রিয় জনগণ রয়েছে শান্তিতে। সুবেদার জাহাঙ্গীর আলম জানান, আমার অভিযানে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অপরাধী গ্রেফতার হওয়ার পর স্থানীয় কিছু কু-চক্রী মহল পুলিশের বিরুদ্ধে বিভিন্ন অপবাদে বদনাম রটাচ্ছে। যাতে জনগনের কাছে পুলিশের ভাবমুর্তি ক্ষুন্ন হয়। ঈদগড়ের জনগনের শান্তির জন্যে সেবক হিসাবে কাজ করে যাব এবং অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Leave a Reply