প্রেস বিজ্ঞপ্তি
শহরের জনবহুল এলাকা হিসাবে পরিচিতি ও পৌরসভার ৭নং ওয়ার্ডের পাহাড়তলীর ২০/৩০ হাজার জনসাধারণ চোর, ছিনতাইকারী, ডাকাত ও সন্ত্রাসিদের হাতে জিম্মি হয়ে পড়েছে। যার ফলে একের পর এক ছিনতাই, চুরি, ডাকাতিসহ খুনের ঘটনা ঘটছে। সম্প্রতি জসিম উদ্দিন নামের এক স্কুল ছাত্র এই সব সন্ত্রাসিদের হাতে খুন হন। গত বছর দেড়েকের ভেতর সন্ত্রাসিদের হাতে ২টি খুন হওয়ায় স্থানীয় মান্যগান্য ব্যক্তিবর্গসহ সচেতন ছাত্র-যুবক এক যুক্ত বিবৃতিতে পাহাড়তলীতে এই সব সন্ত্রাসি কার্যক্রম বন্ধে ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য একটি স্থায়ী পুলিশ ক্যাম্প ও রাতের বেলায় পুলিশী টহল জোরদার করার দাবি জানান।
বিবৃতিদাতারা হচ্ছেন- স্থানীয় পৌর কাউন্সিলর আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ, আবদুল জব্বার মুন্সি, আবদুল হক, আবদু রহিম কন্ট্রাকটার, নুরুল আবছার, কাজী আজিজুল হক, ছাত্র-যুব সমাজের পক্ষে শফিকুর রহমান, জিয়াউল হাসান টিটু, মো. ফাহিমুর রহমান খোকা, সাজ্জাদুর রহমান কাজল, সাইফুর রহমান নয়ন, কানন বড়–য়া, এমরান ফারুক অনিক, মোহাম্মদ জুবাইরসহ প্রমুখ।