লোহাগড়া, ৬ সেপ্টেম্বর: নড়াইলের লোহাগড়া উপজেলায় বুধবার রাতে পাষণ্ড পিতা খালের পানিতে ফেলে হত্যা করেছে তার চার বছর বয়সী শিশুপুত্রকে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কোটাখোল ইউনিয়নের তেলকাড়া গ্রামের ইমানুদ্দিন শেখের ছেলে ভ্যান চালক মো. মুকুল শেখের (৩৫) সঙ্গে ১০বছর আগে দিঘলিয়া ইউনিয়নের কুমড়ী গ্রামের জলিল শেখের মেয়ে জবেদা খাতুনের (৩০) বিয়ে হয়।বিয়ের পর থেকে স্বামী মুকুল শেখ নেশাগ্রস্থ হয়ে পড়ায় স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। এ কারণে স্ত্রী জবেদা প্রায়ই তার বাবার বাড়ি কুমড়ী এসে থাকতেন।
বুধবার রাত দুই টার দিকে এ সময় মুকুল তার ঘুমন্ত শিশুপুত্র সিয়ামকে টেনে হেঁচড়ে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে পালিয়ে যায়।বৃহস্পতিবার সকালে এলাকার জনগণ পাশবর্তী চর মাউলি গ্রামের বিলের মাঝ থেকে সিয়ামের লাশ দেখতে পেয়ে লোহাগড়া থানা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ময়না তদন্তের মর্গে পাঠিয়েছে।এ সময় এলাকাবাসী ঘাতক পিতাকে তার নিজ গ্রাম তেলকাড়া থেকে ধরে এনে পুলিশে সোপর্দ করে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন জানান, ঘাতক পিতা ছেলেকে পানিতে ফেলে দেবার কথা স্বীকার করেছেন।ঘাতক মুকুল শেখ জানান, তার স্ত্রী তাকে ঘরে উঠতে না দেয়ায় এবং নেশাগ্রস্ত থাকায় রাগের মাথায় চর মাউলি ব্রিজের উপর থেকে তিনি তার ছেলেকে খালের পানিতে ফেলে দেন।
এ ব্যাপারে লোহাগড়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
Leave a Reply