মোজাম্মেল হক বাহার,শামলাপুর ॥
গত ২৫ জানুয়ারী টেকনাফ বাহারছড়া ইউনিয়নের মারিশ বনিয়া বাজার চত্বরে স্থানীয় হাজ্বী আব্দুস চ্ছমাদের সভাপতিত্তে অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে গঠিত হয় ৩১জন বিশিষ্ঠ টেকনাফ বাহারছড়া ইউনিয়ন জাতীয়পার্টির ৭নং ওয়ার্ড কমিটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা জাতীয়পার্টির সাধারণ স¤পাদক বিশিষ্ঠ শিক্ষানুরাগী মাষ্টার এম,এ মনজুর। উক্ত কমিটিতে নুরুল ইসলাম আহবায়ক, জাহেদ হোসেন ও একামত উল্লাহ যুগ্ন আহবায়ক নিযুক্ত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে মাষ্টার এম,এ মনজুর দেশের চলমান পরিস্থিতি ও স্ব-নিভর্র বাংলাদেশ বিনির্মাণ সহ অন্যান্য বিষয়াবলি তুলে ধরতে গিয়ে বলেন; “ অপরূপ সৌন্দর্যের লীলা নিকেতন আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশে রাজনীতির যে বৈরী হাওয়া বয়তে শুরু করেছে সে বৈরী হাওয়ায় অতিষ্ঠ হয়ে দেশের মানুষ এখন মুমূর্ষ প্রায়। রাজনীতির এই বৈরী হাওয়া থেকে মুক্তি পেয়ে দেশকে সোনালী স্ব-নির্ভর দেশ হিসেবে গড়ে তোলতে হলে জনগণকে আবারো পল্লীবন্ধু দোসেইন মোহাম্মদ এরশাদের রাজনৈতিক হাতকে শক্তিশালী করে গড়ে তোলতে হবে, এবং তার রাজনৈতিক দূরদর্শীতায় উজ্জীবিত হয়ে আমাদের এগিয়ে যেতে হবে নতুনের দিকে। পরিশেষে তিনি স্ব-নির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখতে সবাইকে জাতীয়পার্টির পতাকা তলে সমবেত হওয়ার জন্য আহবান জানান। এ সময় অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন, জাতীয় ছাত্র সমাজ, জাতীয় যুব সংহতি, জাতীয় শ্রমিকপার্টি সহ অঙ্গ সংগঠণের নেতৃবৃন্দ।