বিরোধী দলের তত্ত্ববধায়ক স্বপ্ন বাতিল উল্লেখ করে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আমাদের পরিষ্কার ভাষা তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না। তত্ত্বাবধায়ক সরকার গণতান্ত্রিক সরকারের বিকল্প হতে পারে না।
শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভিআইপি মিলনায়তনে ‘২১ আগস্ট বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইন প্রতিমন্ত্রী বিরোধী দলকে জাতীয় নির্বাচনে প্রস্তুতির জন্য দল গোছানোর আহ্বান জানিয়ে বলেন, আন্দোলনের পথ পরিহার করুন। আরো নমণীয় হোন। অন্যথায় জনগণ আপনাদের প্রত্যাখ্যান করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে আলোচনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোল্লা মোঃ আবু কাওছার, কৃষক লীগের সহ-সভাপতি এম এ করিম প্রমুখ।
Leave a Reply