হুমায়ুন রশিদ,টেকনাফ……টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জওয়ানরা নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের ডাকাত সর্দারের বাড়ীতে ভোররাতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী এলজি উদ্ধার করেছে। জানাযায়-২জুলাই ভোররাত আড়াইটারদিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে বিজিবি জওয়ানরা কুখ্যাত রোহিঙ্গা ডাকাত সর্দার নুরুল আলমের বাড়ীতে অভিযান চালায় । বিজিবির উপস্থিতি টের পেয়ে নুরুল আলম পালিয়ে যায়। ক্যাম্পের ব্লক-ই , শেড-৯০৪,রোম-৩ তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরী এলজি উদ্ধার করে । এ ব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলা হওয়ার প্রক্রিয়া চলছিল। উল্লেখ্য বর্ষাকাল শুরু হওয়ায় চিহ্নিত রোহিঙ্গা অপরাধীরা স্থানীয় অপরাধীদের সঙ্গে মিলে চুরি-ডাকাতি সংঘঠিত করার চক্রান্ত চালিয়ে আসছে। #####################
Leave a Reply