বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম…ইসলামী ঐক্যজোটের জ্যেষ্ঠ সহ-সভাপতি এম এ রকিবকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করা হয়েছে।তবে পুলিশ বলছে, এই নামে তারা কাউকে আটক বা গ্রেপ্তার করেনি।
ইসলামী ঐক্যজোটের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আলতাফ হোসেন বলেন, সোমবার রাতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শেষে ফেরার পর ফকিরেরপুলের একটি হোটেল থেকে রকিবকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ।
তিনি বলেন, “সাদা পোশাকে থাকা গোয়ন্দা কর্মকর্তারা রাত ১টার দিকে হোটেল থেকে তাকে ধরে নিয়ে যায়।”
এমএ রকিব দীর্ঘদিন ধরে ফকিরের পুলের ওই হোটেলে থাকেন বলেও জানান তার রাজনৈতিক সহকর্মী।
এ বিষয়ে মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এম এ রকিব নামে ইসলামী ঐক্যজোটের কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি।”
রাতে গুলশানে খালেদা জিয়ার সঙ্গে বিরোধীদলীয় জোটের শীর্ষ পর্যায়ের নেতাদের বৈঠকের পর বুধবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে ১৮ দল।
এম এ রকিব ওই বৈঠকে ইসলামী ঐক্যজোটের প্রতিনিধিত্ব করেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী রকিব নেজামী ইসলামী পার্টির সভাপতি।