হুমায়ুন রশিদ…টেকনাফের হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা ছাত্র আজিজ সিকান্দার সোহাগের খুনীদের চিহ্নিত করে অবিলম্বে ফাঁসির রায় কার্যকর করার দাবীতে উক্ত মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা শোকর্যালী,মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেছে। উক্ত সভায় বক্তারা বলেন-আমাদের ছাত্র আজিজ সিকান্দার সোহাগের হত্যাকারীদের অবিলম্বে চিহ্নিত করে ফাঁসির রায় কার্যকর করুন।
সুত্র জানাযায়-২৪সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় টেকনাফের হ্নীলা শাহ মজিদিয়া মাদ্রাসার ৫মশ্রেণীর ছাত্র আজিজ সিকান্দার সোহাগের ঘাতকদের অবিলম্বে চিহ্নিত করে ফাঁসির রায় কার্যকর করার দাবীতে এক শোকর্যালী মাদ্রাসা ক্যাম্পাস থেকে বের হয়। শত শত ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ এ র্যালীতে অংশ-গ্রহণ শেষে হ্নীলা বাস্টেশনে মানব বন্ধন কর্মসুচী পালন করে। এর পর এক প্রতিবাদ সভা মাদ্রাসা অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-হ্নীলা ইউপি চেয়ারম্যান- মীর কাশেম। এছাড়া বক্তব্য রাখেন প্রভাষক মৌলানা রশিদ আহমদ,ছৈয়দ আহমদ তারেক, মৌলানা এস এম সাইফুল্লাহ ও নিহত ছাত্রের ভাই শাহ আজিজ প্রমুখ। সভায় বক্তারা এ হত্যা রহস্য উদঘাটনের জন্য তদন্তকারী কর্মকর্তা, থানার ওসি, সংবাদ কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন আমরা আশাকরি আপনাদের আন্তরিক প্রচেষ্টায় এ নৃশংস হত্যা রহস্য অবশ্যই বেরিয়ে আসবে। নিরীহ লোকজন হয়রানির কথা মাথায় রেখে যারা প্রকৃত খুনী হিসেবে স্বীকৃত হবে অবিলম্বে তাদের ফাঁসির রায় কার্যকর করুন। আমরা সোহাগের মত অকালে নিষ্পাপ শিশু ঝরে গিয়ে মায়ের বুক খালি করুক তা চাইনা। ##
Leave a Reply