এম. কফিল উদ্দিন, পেকুয়া : সম্প্রতি জেলার রামু উপজেলায় ফেইসবুকে পবিত্র করআন শরীফ অবমাননার অভিযোগের জের ধরে রামু বৌদ্ধ পল¬ীতে সংঘটিত সহিংসতার জের ধরে পেকুয়ায় অপ্রীতিকর ঘটনার আশংকায় শক্ত অবস্থানে রয়েছে পেকুয়া পুলিশ প্রশাসনসহ সংশি¬ষ্ট কর্তৃপক্ষ। এতে পেকুয়া উপজেলার সর্বস্তরের মানুষ এবং বিশেষ করে সা¤প্রদায়িক চেতনা লালিত সমাজ সাধুবাদ জানিয়েছেন প্রশাসনকে। পুলিশের অবস্থানে স্বাচ্ছন্দ্যবোধ করছেন পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের একমাত্র পুরো বৌদ্ধ পল¬ী। জানা যায়, রামু উপজেলায় সামাজিক যোগাযোগের অন্যতম ওয়েবসাইট ফেইসবুকে এক বড়–য়া কর্তৃক কোরআন শরীফ অবমাননার অভিযোগ তোলে গত ২৯সেপ্টেম্বর রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ধর্মীয় উগ্রপন্থীরা। পরেরদিন চট্টগ্রামের পটিয়া, কক্সবাজারের উখিয়া ও টেকনাফেও অগ্নিসংযোগ, ভাংচুর, হামালার ঘটনা ঘটে। যার ধারাবাহিকতায় ধর্মীয় উগ্রপন্থী কর্তৃক অপ্রীতিকর ঘটনার আশংকায় পেকুয়ায় গত ৩০সেপ্টেম্বর থেকে পুলিশ প্রশাসন রয়েছে শক্ত অবস্থানে। নাম প্রকাশে অনিচ্ছুক বৌদ্ধ মন্দির পরিচালনা কমিঠির এক ভিক্ষু জানান, সারা বিশ্বে এ ঘটনা নিয়ে জল্পনা কল্পনা চলছে। আমরাও খুব ভীতিগ্রস্থ হয়ে পড়েছিলাম। পুলিশের আবস্থানে আমরা এখন স্বচ্ছন্দ্যবোধ করছি। এ ব্যাপারে পেকুয়া থানার ওসি আনোয়ার হোছাইন জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ রয়েছে পেকুয়া বৌদ্ধ পল¬ীতে পুলিশের অবস্থানের জন্য। অপ্রীতিকর ঘটনার আশংকা, বৌদ্ধদের নিরাপত্তা দিতে বৌদ্ধ পল¬ীতে পুলিশের এ অবস্থান।
এম. কফিল উদ্দিন
পেকুয়া প্রতিনিধি
মোবাইল: ০১৮১৫-৩৬৩৮০৮/০১৬৭৬-২৫৩৮৪৬
তাং: ০৭,১০,২০১২
Leave a Reply