আনোয়ার হোছাইন, ঈদগাঁও…কক্সবাজার সদরের ঈদগাঁও ইউনিয়নের পাল পাড়া গ্রামের শিশির পাল (৫০) প্রকাশ বাবুল মিকার নামের এক ব্যক্তি বিষ পানে আত্মহত্যা চেষ্টার ২ দিন পর ২৮ মার্চ রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সে বর্ণিত এলাকার নির্মল পালের পুত্র। ঘটনাটি গোপন রেখেই পরদিন সকালে তড়িগড়ি করে দাহ্ সম্পন্ন করেছে বলে জানা গেছে। প্রাপ্ত তথ্যে জানা যায়, ঘটনার ২ দিন পূর্বে নিহত ব্যক্তি ঘরের অভ্যন্তরে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। পরিবারের লোকজন মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে ঈদগাঁওয়ের এ ক্লিনিকে পরে অবস্থার অবনতি মালুমঘাট হাসপাতালে নেয়া হয়। সেখানেও উন্নতি না হওয়ায় সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ২৮ মার্চ রাতে তার মৃত্যু হয়। ঘটনাটি গোপন রেখেই ময়না তদন্ত ছাড়াই স্থানীয় ওয়ার্ড মেম্বারের সহায়তায় পরদিন সকালে তার লাশের দাহ সম্পন্ন করে বলে এলাকার লোকজন জানিয়েছে। প্রতিবেশীরা জানান গত কয়েকদিন পূর্বে তার এক কন্যা প্রেমিক যুবকের সাথে পালিয়ে যাওয়ায় অপমান সইতে না পেরে সে বিষ পানে আত্মহত্যার চেষ্টা চালায় এবং ২দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য প্রিয় রঞ্জন পালের মোবাইলে যোগাযোগ করা হলে সে বিষ পানের ঘটনাটি স্বীকার করলেও হার্ট এ্যাটাকে তার মৃত্যু হয়েছে জানিয়ে তার লাশ ময়না তদন্ত ছাড়ায় দাহ্ সম্পন্ন করার কথা জানান। ওয়ার্ডের অপর মহিলা ইউপি সদস্য মিনতি পালের সাথে যোগাযোগ করা হলে সেও বিষ পানের ঘটনা স্বীকার করে সাংবাদিকদের বলেন নিউজটি না করলে ভাল হয়না ভাই? এব্যাপারে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ হাসান উদ্দিনের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে এ জাতিয় মৃত্যুর ঘটনা সম্পর্কে সে রিপোর্ট লিখা পর্যন্ত অবগত নয় জানিয়ে বলেন এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। তবে ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে ময়না তদন্ত না হওয়ায় তা সঠিকভাবে বলা যাচ্ছে না।