মুহাম্মদ জাহাঙ্গীর আলম
টেকনাফের নাফনদী হতে অজ্ঞাতনামা ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। এ ভাসমান লাশসন্ধানের খবর ছড়িয়ে পড়ায় লোকজনের মধ্যে উদ্বেগ- উৎকন্ঠার সৃষ্টি হয়েছে।জানাযায়-২৮জুলাই বিকাল সাড়ে ৩টারদিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের চৌধুরী পাড়া সংলগ্ন নাফনদীতে জোয়ারের পানিতে একটি অজ্ঞাননামা লাশ ভাসতে দেখে স্থানীয় এক রাখাল উপস্থিত বিজিবি টহলদলকে খবর দেয়। বিজিবি কোম্পানী কমান্ডার জজ মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে থানা পুলিশকে খবর দেয়। সন্ধ্যা ৬টার দিকে টেকনাফ থানার এসআই হারুন সঙ্গীয় ফোর্স নিয়ে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে যায়।
লাশ দেখে ধারণা করা হচেছ যে ,২/৩দিন আগে কোন এলাকার জেলে দৈব-দূর্বিপাকে নদীতে পড়ে যায়। তার দেহে আঘাতের চিহ্ন দেখা যায়নি। অন্য একটি পক্ষ ধারনা করছে মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় এ অপমৃত্যুর ঘটনা ঘটতে পারে । এ খবর স্থানীয় লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ায় উদ্বেগ-উৎকন্ঠা দেখা দিয়েছে । ##
Leave a Reply