মাছ শিকারের সময় গতকাল শুক্রবার বাংলাদেশি জেলেসহ নৌকাগুলো ধরে নিয়ে যায় মিয়ানমারের নাসাকাবাহিনী।
সাইফুল ইসলাম চৌধুরী,টেকনাফ:::টেকনাফে এক ফিশিং ট্রলার ও ৫টি মাছ ধরার নৌকাসহ ২১জন জেলেকে নাফ নদী থেকে ধরে নিয়ে গিয়েছে মিয়ানমারের নাসাকা বাহিনী। ১২ জুলাই সন্ধ্যায় নাফ নদীতে ৫টি বাংলাদেশী নৌকা মাছ শিকাররত অবস্থায় সতর্ক সংকেত ও দূর্যোগপূর্ণ ঝড়ো হাওয়ার কবলে পড়লে টেকনাফ পৌরসভার জালিয়াপড়ার পূর্বে বাংলাদেশ Ñমিয়ানমার জলসীমায় অবস্থান করে। এ খবরে টেকনাফ থেকে রমজানের আলীর মালিকানাধীন একটি ফিশিং ট্রলার ৫টি মাছ ধরার নৌকাকে উদ্ধার করে আনার সময় মিয়ানমার নাসাকা বাহিনী ২১ জন জেলেসহ মাঝিমাল্লাদের ধরে নিয়ে যায় বলে জানায় ট্রলার মালিক রমজান আলী । ৫টি মাছ ধরার নৌকার মধ্যে রয়েছে- টেকনাফ পৌর এলাকার জালিয়া পাড়ার আবুলের দুটি, ছিদ্দিকের দুটি ও মোঃ আমিনের একটি । স্থানীয় সূত্রে জানা যায়- প্রতিদিনের মতো মাছধরা নৌকা গুলো বৃহস্পতিবার সন্ধ্যায় নাফ নদীতে মাছ শিকারে যায়। টেকনাফস্থ ৪২ বিজিবির অধিনায়ক ও পরিচালক লেঃ কর্নেল জাহিদ হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন- মিয়ানমারের ৬ নং সেক্টরে এ বিষয়ে একটি চিঠি প্রেরণ করা হয়েছে। অপহৃত মাঝিমাল্লা ও ট্রলার উদ্ধার না হওয়া পর্যন্ত বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে। এদিকে পবিত্র রমজান মাসের শুরুতেই একসাথে ২১ জন জেলে অপহৃত হওয়ায় জেলে পরিবারগুলোর মাঝে বিরাজ করছে উদ্ধোগ,আতঙ্ক ও হতাশা ।######