হেলাল উদ্দিন,টেকনাফ।=নাফনদীতে জলোচ্ছাসের প্রভাবে উপচে-পড়া জোয়ারের কারনে টেকনাফের বিভিন্ন উপকূলীয় এলাকার বসত-বাড়ি ও বেড়িবাঁধের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন হয়েছে। এতে হাজার হাজার মানুষের পানি বন্দি হয়ে পড়েছে।
সরেজমিন দেখা যায়-২৯মে সকালের সাগরে সৃষ্ট জলোচ্ছাসের প্রভাবে নাফনদীর উপচে পড়া জোয়ার এদিকে নাফনদীর উপকূলীয় বেড়িবাঁেধর ভাঙ্গা অংশ উপচে-পড়া জোয়ারে নাজির পাড়া, টেকনাফ জালিয়া পাড়া, কে কে পাড়া, জইল্যার দ্বীপ,মোছনী, লেদা, আলী, চৌধুরী পাড়া, জালিয়াপাড়া, গুদাম পাড়া ও স্লুইচ পাড়ার বিশাল এলাকা প্লাবিত হয়। এতে মৎস্যঘের ও বেড়িবাঁধের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। চলতি বছর যেহারে বেড়িবাঁধের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে তা দ্রুত সংস্কারের পদক্ষেপ নেওয়া না হলে সাধারন মানুষের জীবন যাত্রা ব্যাহত হবে।