টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া সীমান্ত এলাকা দিয়ে রোহিঙ্গা পারাপার অব্যাহত রয়েছে । এসব রোহিঙ্গা পারাপারের পাশাপাশি মিয়ানমারে পাচার হচেছ বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় পন্য। স্থানীয় লোকজন জানায়, দুই ছৈয়দ আলম,শমশু,মাহাদু,ফরিদসহ কয়েকজন দালাল এসব পাচার কাজে জড়িত রয়েছে । আদম পাচারের অভিযোগে এদের কয়েক জনের বিরুদ্ধে বিজিবি মামলা দায়ের করলেও কয়েকজন প্রকাশ্যে নাইট্যংপাড়া রাস্তার পার্শে ঘুরাঘুরি করতে দেখা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যক্তি জানায়,এসব পাচারকারীরা সংশ্লিষ্টদের ম্যানেজ করে আদম পাচার ও চোরাচালান কাজ চালিয়ে যাচ্ছে। এসব পাচারকারীরা আটক না হওয়াই এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ।#######
Leave a Reply