প্রেস বিজ্ঞপ্তি=..(www.sagordesh.com)
“সত্য সন্ধানে অবিচল” শ্লোগানে কক্সবাজার জেলা থেকে প্রকাশিত দৈনিক সাগর দেশ পত্রিকার পথ চলা। এক ঝাঁক নবীন ও প্রবীণ সংবাদ কর্মী নিয়ে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনে এ পত্রিকাটি হবে কক্সবাজার জেলার সংবাদপত্র জগতের অন্যতম দিগপাল। ইতিমধ্যে অগণিত পাঠকের মনে পত্রিকাটি ঠাঁই নিতে সক্ষম হয়েছে। আশা করি আজ থেকে পত্রিকাটি প্রতিটি উপজেলা প্রতিনিধির সহযোগীতা ও সত্য সংবাদ পরিবেশনের মাধ্যমে আরও অসংখ্য পাঠক সৃষ্টি করে প্রচার ও প্রসার ঘটাতে সক্ষম হবে। দেশ ও সমাজের বাস্তব চিত্র তুলে ধরে সংবাদ প্রকাশে সাহসী পথচলা সূগম করবে। দৈনিক সাগর দেশ পত্রিকার ১ম প্রতিনিধি সভা ও সাগর দেশ পত্রিকার ওয়েব সাইট উদ্ভোধনী অনুষ্ঠানে উপরোক্ত কথা গুলো বলেছেন দৈনিক সাগর দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা সরোয়ার। ২ জুন বিকাল ৩টায় পত্রিকার কার্যালয়ে নির্বাহী সম্পাদক সাইফুল ইসলাম সাইফীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সদর- উপজেলা প্রতিবেদক আনোয়ার হোছাইন, চকরিয়া উপজেলা প্রতিবেদক জহিরুল ইসলাম সাগর, রামু উপজেলা প্রতিবেদক মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, মহেশখালী উপজেলা প্রতিবেদক মকছুদুর রহমান, টেকনাফ উপজেলা প্রতিবেদক আমান উল্লাহ আমান, পেকুয়া উপজেলা প্রতিনিধি শহিদুল ইসলাম হিরু, চকরিয়া দক্ষিন প্রতিনিধি জহির উদ্দিন জীবন, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি মোহাম্মদ তৈয়ব উল্লাহ, লামা প্রতিনিধি কাজী বেলাল উদ্দিন, উখিয়া প্রতিনিধি কায়সার হামিদ মানিক, ওয়েব মেকার লিটন সৈকত নীল ও কম্পিউটার ইনচার্জ এমরান ফারুক অনিক। এছাড়া প্রতিনিধি সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরটিভি’র কক্সবাজার জেলা প্রতিনিধি এসএম জাফর। সভা শেষে অনলাইনের মাধ্যমে জেলা ও দেশ বিদেশের পাঠকদের সংবাদের চাহিদা মেঠাতে ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা সরওয়ার দৈনিক সাগর দেশ পত্রিকার ওয়েবসাইট (www.sagordesh.com) আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন। পরে সন্ধ্যায় পত্রিকা অফিস পরিদর্শন করেন পত্রিকার সম্পাদক মুফতি কিফায়তুল্লাহ শফিক। এসময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রতিনিধিরা তাকে স্বাগত জানান।
##