আবদুল আলীম নোবেল….……শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া সমিতি বাজার সড়ক সংস্কারের দবীতে মানব বন্ধন ও স্মারক লিপি প্রদান করে। এলাকাবাসী ওই সড়ক নির্মাণের সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্টানকে দেড় কোটি টাকার প্রকপ্লেরর কাজের চরম অনিয়মের অভিযোগ তুলেন। গত ২৮জুন সকাল ১০টায় কক্সবাজার পৌরসভার সামনে একশতাদিক এলাকাবাসী শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া সমিতি বাজার সড়ক সংস্কারের দবীতে মানব বন্ধন করে। পরে জেলা প্রশাসক, পৌরসভার মেয়রকে স্মারক লিপি প্রদান করে । আগামী কয়েক দিনের মধ্যে অর্ধ নিণর্মিত সড়কটি নির্মাণের দাবী জানান। নুরুল আজিম, সাংবাদিক শামসুল হক শারেক, সাইফুল ইসলাম, মোতালেব, শহিদ উল্লাহসহ উপস্থিত এলাকাবাসী বক্তব্য সূত্রে জানা যায় সংস্কারের অভাবে রাস্তাটি চলাচলের অনুপযোগি হয়ে পড়লে গত চার মাস আগে কক্সবাজার পৌরসভা ঠিকাদারের মাধ্যমে রাস্তাটি সংস্কারের উদ্যেগ নেয়া হয় এখনো পর্যন্ত রাস্তাটি নির্মান না হওয়ায় এলাকাবাসী চরম দূরভোগের শিকার হচ্ছে। ঠিকাদারের অনিয়মের কারনে ডালিয়া কলোনির সামনে রুমারিয়াছড়া গাইড ওয়ালটি ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে ।তাছাড়া সমিতি পাড়ার গাইড ওয়ালটি ভেঙ্গে পড়ছে। অপর দিকে ওই রাস্তাটি সংস্কারের জন্য দেড় কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হয় ওই প্রকল্প এর সিকি পরিমান ও কাজ হয়নি এবং তৃতীয়াংশ টাকা উত্তোলন করেছে সংশ্লিষ্ট ঠিকাদার এমনটায় দাবী এলাকাবাসীর ।
তারিখ ২৮/৬
কক্সবাজার
০১৮২৪৪০৩০৮৩
Leave a Reply