দেশের স্বার্থে দুই নেত্রীর মানসিক পরিবর্তন দরকার উল্লেখ করে বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক বলেছেন, শুধু ঈদ কার্ড বিনিময় করলে হবে না। আমরা চাই তারা একে অপরের বাড়ি গিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। এখনো সময় আছে, আশা করি সেটা হবে। আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভিআইপি লাউঞ্জে সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা এবং সার্ক ক্যালচারাল সোসাইটি আয়োজিত সাম্প্রদায়িক সম্প্রীতি: আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও পোশাক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দেশের বর্তমান দুর্নীতির প্রসঙ্গে রফিক উল হক বলেন, দেশে চিংড়ি থেকে শুরু করে পদ্মা সেতু সকল ক্ষেত্রেই দুর্নীতি। দেশের সব জায়গায়ই দুর্নীতি। দুই নেত্রী একত্রে বসে দেশের এ সংকট দূর করা উচিত। উপমহাদেশ সেকুলার কিন্তু বাংলাদেশ উপমহাদেশের মধ্যে সবচেয়ে বেশি সেকুলার।
Leave a Reply