শনিবার দুপুরে সমাজ বিজ্ঞান অনুষদের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ৫০৪নং কক্ষে এ ঘটনা ঘটে।হামলার শিকার সাংবাদিকরা হলেন- দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তাসনিম হাসান রিয়াদ এবং সিইউনিউজ২৪ ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক মুজিবুল করিম।
মারধরের শিকার সাংবাদিকদের সহপাঠীরা বাংলানিউজকে জানান, শুক্রবার তাসনিম একটি দৈনিকে প্রকাশিত সংবাদ ফেসবুকে শেয়ার করলে সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র লিপটন তাতে বাজে মন্তব্য করেন। পরে এর কারণ জানতে চাইলে ‘দেখে নেব’ বলে হুমকি দেন লিপটন।
আহত সাংবাদিকরা জানান, ওই ঘটনার পরেই লিপটন, সোহান ও ইংরেজি বিভাগের রুবেলসহ আরো ক’জন মিলে চতুর্থ বর্ষের শ্রেণীকক্ষে ঢুকে তাসনিমকে না পেয়ে তারই সহপাঠী মুজিবুল করিমের ওপর হামলা চালায়। এসময় অন্যরা বাধা দিতে চাইলে তাদেরও অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করে তারা।
লিপটন ছাত্রলীগের ‘বগি সংগঠন’ ভার্সিটি এক্সপ্রেস ও চবি শাখার সভাপতি মামুনুল হক মামুনের অনুসারী বলে ক্যাম্পাসে পরিচিত।
এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন আহত দুই সাংবাদিক।
এ ব্যাপারে জানতে চবি ছাত্রলীগের সভাপতি মামুনুল হক মামুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি মুঠোফোন রিসিভ করেননি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ-উদ-দৌল্লা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে বাংলানিউজকে জানিয়েছেন।
এদিকে, সাংবাদিকদের উপর হামলার ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। এ ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের শাস্তির দাবিতে রোববার ক্যাম্পাসে মৌনমিছিল করবে বলে জানিয়েছে সমিতি।
Leave a Reply