বাগেরহাটে দুই শিশুকন্যাকে পানিতে ডুবিয়ে হত্যা করছে এক পিতা। পুলিশ ঘাতক পিতা শাহ আলমকে (৩৫) গ্রেফতার করেছে। সোমবার সকাল ১০টার দিকে চিতলমারী উপজেলার হিজলা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।হতভাগ্য শিশুরা হলো নিশা (৭) ও তিশা (৫)। পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় জোড়া হত্যা মামলা করা হয়েছে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, শিশু দুটির বাবা শাহ আলমের (৩৫) বাড়ি মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামে। কিছুদিন আগে নসিমন চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তিনি আহত হন। এরপর থেকে তিনি স্বাভাবিক কাজকর্ম করতে পারেন না। অর্থাভাবে স্ত্রীসহ ২ শিশুকন্যাকে চিতলমারির হিজলা গ্রামে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেন শাহ আলম।রোববার রাতে শাহ আলম সন্তানদের দেখতে শ্বশুর বাড়ি যান। সোমবার সকালে দুই শিশুকন্যা নিশা ও তিশাকে সঙ্গে নিয়ে পাশের একটি খালে গোসল করতে যান তিনি। সেখানে তাদের দুজনকে তিনি পানিতে ডুবিয়ে হত্যা করেন।ঘটনাটি জানতে পেরে স্থানীয়রা শাহ আলমকে আটক করে পুলিশে সোপর্দ করে। অভাবের কারণে শাহ আলম তার দুই শিশুকে হত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।
Leave a Reply