মমতাজুল ইসলাম মনু টেকনাফ // মিয়ানমারে সাম্প্রদায়িক দাঙ্গার ৫ মাসের মাথায় মিয়ানমার গমনের সাত দিনের বর্ডার পাস আজ শনিবার থেকে চালু হচ্ছে। ৫ মাস ধরে মিয়ানমারের ট্রানজিট পাস বন্ধ থাকায় স্থানীয় ব্যবসায়ীদের ক্ষতির পাশাপাশি সরকার হারিয়েছে প্রচুর পরিমাণ রাজস্ব। চলতি বছরের ৯ জুন শুক্রবার জুমার নামাযের পর মিয়ানমারের মংডু শহরে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হলে ১১ জুন থেকে ট্রলার ও নৌকা যোগে রোহিঙ্গা নাগরিকরা বঙ্গোপসাগর ও নাফনদী হয়ে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে এলাকা দিয়ে অবৈধ ভাবে অনুপ্রবেশের চেষ্টা চালালে বিজিবি ও কোস্টগার্ড তাদের প্রতিরোধ গড়ে তোলে। স¦দেশে ফেরত পাঠালেও আবার অনেকে বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে চলেছে। সীমান্ত বাণিজ্যেও আওতায় টেকনাফ স্থল বন্দরের ব্যবসায়ী ও বাংলাদেশ মিয়ানমার নিকট আত্মীয় স্বজনদের দেখাশুনার জন্য সাতদিনের বর্ডার পাস ও একদিনের ট্রানজিট চালু করা হয়। এত সরকার সাতদিনের বর্ডার পাস বাবদ ৫ শ টাকা ও একদিনের ট্রানজিট ভ্রমণ বাবদ ৩০ টাকা রাজস্ব পায়। মিয়ানমারের জাতিগত দাঙ্গার কারণে হঠাৎ করে সেদেশের সরকার অঘোষিত ভাবে সাতদিনের বর্ডার পাস দুটি অনির্দিষ্টকালে জন্য বন্ধ করে দেয়। প্রায় আড়াই মাস আগে একদিনের ট্রানজিট পাস চালু হলেও সাতদিনের বর্ডার পাস ৫ মাস বন্ধ থাকে। এতে সীমান্ত বাণিজ্য ব্যবসায়ী ও স্থানীয়রা আর্থিক ক্ষতির সম্মুখিন হন। দীর্ঘ প্রায় ৫ মাস বন্ধ থাকা সাতদিনের বর্ডার পাস আবার চালুর খবর শুনে বাংলাদেশ মিয়ানমার ভ্রমণ পিয়াসু ও বন্দর ব্যবসায়ীদের মাঝে যারপর নাই খুশী লক্ষ করা গেছে। ট্রানজিট পূনরায় চালুর ব্যাপারে ৪২ বিজিবি ভুমিকাকে স্বাগত জানিয়েছে ব্যবসায়ীরা। ==
Leave a Reply