টেকনাফ নিউজ ডেস্ক *** দীর্ঘ দুই মাস পর হেফাজতে ইসলাম প্রকাশ্য কর্মসূচি দিয়েছে। সংগঠনটির মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরীকে গণসংবর্ধনা দেওয়া হবে।
আর এই সংবর্ধনা উপলক্ষ্যে সোমবার ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিয়েছে সংগঠনটি। তবে সংগঠনটির আমির আল্লামা শাহ আহমদ শফী ওমরা করতে সৌদিতে রয়েছেন। তার অনুপস্থিতিতে এই শোডাউন দেবে হেফাজতে ইসলাম।
হাটহাজারীতে বাবুনগরীতে হাটহাজারী ওলামা পরিষদের উদ্যোগে উপজেলা ডাকবাংলো চত্বরে বেলা ২টায় এই সংবর্ধনা দেওয়া হবে।
এতে সভাপতি করবেন হাটহাজারী ওলামা পরিষদের সভাপতি ও হেফাজতের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির হাফেজ মাওলানা শামসুল আলম।
হেফাজতের হাটহাজারী পৌর সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন মনির জানান, ‘কারা নির্যাতিত মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরীর গণসংবর্ধনার মাধ্যমে হেফাজতে ইসলাম আবার প্রকাশ্যে তাদের আন্দোলন শুরু করছে।’
উল্লেখ্য, গত ৬ মে মতিঝিলে শাপলা অভিযানের পর ধর্মীয় বিদ্বেষ ও ঘৃণা ছড়ানোর দায়ে অভিযুক্তদের বিচারের দাবিতে ১৩ দফা নিয়ে আসা হেফাজতে ইসলাম প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করেনি।