আবহাওয়া অধিদপ্তর বুধবার জানিয়েছে, উপকূলীয় এলাকার দ্বীপাঞ্চল ছাড়া দেশের সর্বত্র মাঝারি থেকে তীব্র যে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে তা আরো দুই দিন চলবে। এরপর ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকবে।
স্বাধীনতা উত্তর দেশের সর্বনিম্ন তাপমাত্রা বুধবার রেকর্ড হলেও জানুয়ারি মাসে এ আবহাওয়া স্বাভাবিক বলছেন আবহাওয়াবিদরা।
চার দশকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে ৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এসময় ঢাকায় ছিল ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, “প্রতিবছর জানুয়ারি মাসে ৩-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকেই। এ বছরও তাই হয়েছে। উত্তরী হাওয়ার সঙ্গে ঘন কুয়াশা থাকায় জানুয়ারি মাসেই এমন তীব্র শীত হয়।”
বৃহস্পতিবারের পর থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে জানান তিনি।
“তাপমাত্রা বাড়বে ধীরে ধীরে। তবে এ দফায় শৈত্যপ্রবাহের উন্নতি হলেও শেষার্ধে আরেক দফা আসতে পারে শীতের দাপট।”
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তা বৃহস্পতিবারও অব্যাহত থাকতে পারে। এসময় মাঝ রাত থেকে ভোর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে।
চলতি মৌসুমের তৃতীয় দফার শৈত্যপ্রবাহটি শুরু হয় রোববার থেকে।গত ডিসেম্বরে দেশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের দুটি শৈত্যপ্রবাহ বয়ে গিয়েছিল। তাতে শীতের তীব্রতায় ছিন্নমূল মানুষের দুর্ভোগ চরমে ওঠে।