বাংলানিউজটোয়েন্টিফোর.কম : ধামরাই দুর্ঘটনাস্থল থেকে: যান্ত্রিক ত্রুটির কারণে সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে ঢাকার ধামরাইয়ে। এ ঘটনায় আহত হয়েছেন দুই সেনা কর্মকর্তা।আহত সেনা কর্মকর্তা মেজর নজরুল সিএমএইচে ও লে. কর্নেল আরিফুল হক বারি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল দশটার দিকে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বরদাইল গ্রামের একটি মাঠে সামরিক প্রশিক্ষণ হেলিকপ্টারটি আছড়ে পড়ে। এর দুই পাইলট মেজর নজরুল ও লে. কর্নেল আরিফুল হক বারিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মেজর নজরুলকে সিএমএইচে ও লে. কর্নেল আরিফুল হক বারিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ধামরাই থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। জানা গেছে, প্রশিক্ষণ হেলিকপ্টারটি (নং: ০৬২এল (ফোর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার তেজগাঁও আর্মি এভিয়েশন থেকে যাত্রা শুরু করে। এর পেছনের অংশ ও ল্যান্ডিং স্ট্যান্ড বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘটনাস্থলে কাত হয়ে পড়ে আছে হেলিকপ্টারটি।