পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দাস দেব প্রসাদ ৭ বছর বেআইনিভাবে দায়িত্ব পালনকালে কোম্পানি থেকে নেয়া সকল বেতন-ভাতা কোম্পানিতে ফেরত আনতে চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছে আইডিআরএ। সোমবার আইডিআরএ’র কর্মকর্তা তনয় কুমার স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেয়া হয়। ডেল্টা লাইফের চেয়ারম্যানকে দেয়া চিঠিতে বলা হয়, দাস দেব প্রসাদ ২০০৫ সালের ২৫শে অক্টোবর থেকে ২০১২ সালের ১লা মে পর্যন্ত বেআইনিভাবে দায়িত্ব পালন করেছেন। এ সময়ে তিনি কোম্পানি থেকে যে বেতন ভাতা নিয়েছেন তা এ চিঠি পাওয়ার ৩০ দিনের মধ্যে কোম্পানির তহবিলে ফেরত এনে আইডিআরএকে লিখিতভাবে জানানোর নির্দেশ দেয়া হয়। উল্লেখ্য, গত ২২শে এপ্রিল ডেল্টা লাইফের পরিচালক মো. আবদুল ওয়াহাব দাস দেব প্রসাদের বিরুদ্ধে অবৈধনভাবে দায়িত্ব পালনের অভিযোগ এনে আইডিআরএ’র চেয়াম্যানকে একটি চিঠি দেয়। চিঠিতে অবদুল ওয়াহাব উল্লেখ করেন, দাস দেব প্রসাদ ২০০৫ সাল থেকে অবৈধভাবে এমডির দায়িত্ব পালন করছেন। যে কারণে সমপ্রতি আইডিআরএ তার নিয়োগ অনুমোদন না করে তাকে অবৈধ ঘোষণা করেছে। কিন্তু এরপরও দাস দেব প্রসাদ দায়িত্ব পালন করছেন। পাশাপাশি কোম্পানি থেকে নিজের ও পরিবারের জন্য দু’টি গাড়ি ড্রাইভারসহ অবৈধভাবে ব্যবহার করছেন।
Leave a Reply