আমান উল্লাহ আমান, টেকনাফ /
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া উখিয়া আগমনে টেকনাফের বিএনপি ও অংগ সংগঠনসহ জন সাধারনের মধ্যে প্রাণ চাঞ্চল্যতা এসেছে। চায়ের দোকান, কুলিং কর্ণারসহ বিভিন্ন আড্ডাস্থলে শুধু বেগম জিয়ার আলোচনা চলছে। তাকে এক নজর দেখা ও বক্তব্য শুনার জন্য অনেকে অধীর আগ্রহে অপেক্ষায় আছে। আগামী ১০ নভেম্বর উখিয়ায় বেগম জিয়ার জন সভায় অংশ গ্রহনের জন্য অনেকে আগাম প্রস্তুতি নিতে দেখা গেছে। খালেদা জিয়ার আগমন বিষয়টি এখন সর্বস্তরের মাঝে “ট্যল্ক অব দ্যা টেকনাফ” পরিণত হয়েছে।
Leave a Reply