মোঃ আবছার কবির আকাশ, টেকনাফঃ বাংলাদেশ জাতীয়তবাদী ছাত্রদল টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উত্তর শাখার এক জরুরী বর্ধিত সভা কোরআন তেলোওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত হয়। কোরআন তেলোওয়াত করেন ছাত্রনেতা মহিউদ্দিন। ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্নআহাবায়ক মোঃ আলীর পরিচনায় ও ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক এইচ এম ফারুক শরীফের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয় । সভায় প্রধান অথিতি হিসেবে উপস্হিত ছিলেন টেকনাফ উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক গিয়াস উদ্দিন ,বিশেষ অথিতি হিসেবে উপ্স্হিত ছিলেন টেকনাফ উপজেলা ছাত্রদলের সিনিয়র সদস্য সাইফুল ইসলাম,বিশেষ অথিতি হিসেবে আরো উপস্হিথ ছিলেন উপজেলার সদস্য সিকান্দর হায়াত। উক্ত বর্ধিত সভায় বক্তব্য রাখেন হোয়াইক্যং ইউনিয়নের ছাত্রদলের যুগ্ন আহবায়ক দিলদার সামাত খান,যুগ্ন আহবায়ক মোঃআবছার কবির আকাশ,গিয়াস উদ্দিন,মোঃ হোসাইন,মিজানুর রহমান,জসিম উদ্দিন তুহিন, জিয়া উদ্দিন বাবলু,মোঃফারুক, আবু ফায়সাল ফাহিম,দেলোয়ার হোসাইন,আবুল হাসনাত রুবেল ,গোলাম আজম প্রমুখ ।সভায় সর্ব সম্মতিক্রমে ৫/৭/২০১৩ ১নং ওয়ার্ডের সম্মেলন ও কাউন্সিল এবং ৬/৭/১৩ আলহাজ্ব আলী আছিয়া স্কুল এন্ড কলেজের সম্মেলন ও কাউন্সিল ।সভায় বক্তারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার লহ্মে ককসবাজার জেলা বি এন পির সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌঃ নেতৃত্বে জুরদার আন্দোলন গড়ে তুলার লহ্মে সবাইকে মাঠ পর্যায়ে ভূমিকা রাখার জন্য ছাত্রদলের গনতন্ত্রের অতন্দ্র প্রহরীদের কে অনুরুধ জানান