নজির আহমেদ সীমান্ত টেকনাফ প্রতিনিধি……..স্বপ্নের সৈকতে এঁকে যাই পদচিহ্ন এ শ্লোগানে টেকনাফ থেকে কক্সবাজার উদ্দেশ্যে সৈকত দিয়ে হাঁটা শুরু করেছে ভ্রমণ বাংলাদেশ সংগঠনের ৫০ জন সদস্য। গতকাল সকাল সাড়ে দশটায় টেকনাফ সৈকতের জিরো পয়েন্ট দিয়ে হাঁটছে। সৈকত দিয়ে হেঁটে কক্সবাজার যেতে যেতে উপকুল রক্ষায় সচেতন করতে এলাকার বসবাসকারিদের সাথে শেয়ার করবেন সংগঠনের আজকের বিষয়। যাতে কেউ ঝাউবিথী, বালি আকড়ে ধরা লতা নিধন না করে এ সম্পর্কে ক্যম্পিং করবেন তারা। পৃথিবীর র্দীঘতম সমুদ্র সৈকত পরিস্কার রাখতে জনতাকে সচেতন করতেই ভ্রমন বাংলাদেশ সংগঠন টেকনাফ থেকে কক্সবাজার সৈকত হেঁেট চলা। টেকনাফ থেকে কক্সবাজার সমুদ্র সৈকত দিয়ে হেঁেট আসবে ১০০ কিঃমিঃ । হেঁেট সৈকত জয়ের যাত্রা উদ্বোধন করেন, ভ্রমন বাংলাদেশের সভাপতি আসাদ হোসেন টুটুল। টেকনাফ থেকে কক্সবাজার সৈকত পযর্šÍ নিরাপদে নিয়ে আসতে র্সাবিক নেতৃত্বে রয়েছেন কামরুল হাসান ম্যাক।