আমিনুল ইসলাম,হ্নীলা…
কক্সবাজার-টেকনাফ সড়কে দূরপাল্লার যানবাহন সিলভার লাইনের ধাক্কায় ১ ব্যক্তি গুরুতর আহত হয়েছে। আহত ব্যক্তিকে কক্সবাজার আল ফুয়াদ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সূত্র জানায়- ৩জানুয়ারী সকাল সাড়ে ৯টারদিকে চট্্রগ্রাম থেকে টেকনাফগামী সিলভার লাইন গাড়ি নং-১৪-৪৬৭১ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের চৌধূরী পাড়া এলাকায় পৌছঁলে অসাবধানতাবশত মাছের বস্তা নিয়ে সড়ক অতিক্রম করার সময় স্থানীয় মৃত চৌছা রাখাইনের পুত্র মংথোই হ্লা রাখাইন (৬৫) মারাতœক আহত ও রক্তাক্ত হয়। তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হ্নীলা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে হস্তান্তর করা হয়। সে বর্তমানে আল-ফুয়াদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
####################