রমজান উদ্দিন পটল,.. টেকনাফ কক্সবাজার মহা সড়ক দিয়ে মরণ নেশা ইয়াবা সহ বিভিন্ন জাতের মাদক দ্রব্য পাচার বাড়ছে। সন্ধ্যার পর থেকে দেখা দিয়েছে ডাকাত আতংক। ঈদের পুর্বে এ মহা সড়কে মাদকদ্রব্য পাচার বৃদ্ধি পাই এবং বিভিন্ন এলাকায় ব্যাপক তৎপর হয়ে উঠে স্বশস্ত্র ডাকাত দল। টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকায় ডাকাতি সংগঠিত হওয়ার পর স্থানীয়দের মাঝে ব্যাপক আতংক দেখা দেয়। ঈদের পুর্বে সড়ক ও জনপদে ডাকাতি এবং মাদক ও অস্ত্র পাচার রোধে জেলা পুলিশ সুপার কঠোর নির্দেশ দেন। এর পরও পুলিশের চরম গাফেলতির অভিযোগ উঠেছে। এমনকি টেকনাফ সড়কে দায়িত্বে নিয়োজিত হাইওয়ে পুলিশের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম বানিজ্যের অভিযোগ উঠেছে।
গুত্রে জানাযায়-গত কয়েকদিনে টেকনাফ সড়কে একাধিক অপ্রীতিকর ঘটনা ঘটেছে। হোয়াইক্যংয়ের ঝিমংখালীতে যাত্রীবাহী বাস থামিয়ে হামলা, সড়কের ডেবে যাওয়া কালভার্টে চাঁদা আদায়কালে ট্রাকের কাচ ভাংচুর ও চালককে ব্যাপক মারধর, হাসাইন্নার টেকে ডাকাতির চেষ্টা এবং পুলিশ কর্তৃক পণ্যবাহী ট্রাক থামিয়ে চাঁদা করে হয়রানী করায় হ্নীলা বাস ষ্টেশনে পুলিশ অবরোদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। এদিকে হোয়াইক্যংয়ে কয়েকটি বসতবাড়ীতে ডাকাতির ঘটনা ঘঠে। এ নিয়ে এলাকায় ধু¤্রঝালের সৃষ্টি হয়েছে। দেখা দেয় ব্যাপক রহস্য। তবে জেলা পুলিশ সম্ভাব্য ডাকাতি রোধে টহল বৃদ্ধি করেছেন এবং বেশ কয়েকজন ডাকাত ছিনতায়কারী ও পলাতক আসামী গ্রেপ্তার করেছেন বলে দাবী করেন। সুত্র মতে হোয়াইক্যং হাইওয়ে পুলিশ সড়কে টহলদানে গাফেলতির চরম অভিযোগ উঠেছে। এছাড়া বিভিন্ন রোহিঙ্গা ও ইয়াবা পাচারকারীকে আটক করে মোঠা অংকের অর্থ বাণিজ্য ও ইয়াবা খাতিয়ে নেয়ার গুরুতর অভিযোগ ও রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে হাইওয়ে ফাড়িতে দায়িত্বরত এ এস আই বশার তা অস্বীকার করেছেন। অনুসন্ধানে জানাযায়- আসন্ন ঈদ মৌসুমকে সামনে রেখে টেকনাফের ডাকাত কবলিত এলাকা হোয়াইক্যং, নয়াপাড়া, মিনাবাজার হাসাইন্নার টেক, ন তলী, মৌলভী বাজার, রঙ্গিখালী, লেদা, জাদিমোড়া, দমদমিয়াসহ টেকনাফ সড়কের ১২টি পয়েন্টে স্বশস্ত্র ডাকাতের আনা গোনা দেখা দিয়েছে। এ কারণে স্থানীয়দেও মধ্যে দেখা দিয়েছে চরম আতংক।#####
Leave a Reply