মমতাজুর ইসলাম মনু টেকনাফ…বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বাণিজ্য টেকনাফ স্থল বন্দর দিয়ে পণ্য রপ্তানী পুনরায় শুরু হয়েছে। মিয়ানমারে জাতিগত দাঙ্গার কারণে দীর্ঘ দিন বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকার পর মঙ্গলবার সকালে ৩ হাজার পিচ গেঞ্জি,দেড় হাজার পিচ হাত রুমাল,দেড় হাজার পিচ লুঙ্গি,১৩ শ’ পিচ থামি,দেড় হাজার পিচ বৃষ্টির ছাতা ও ১৩ শ’ ৭৫ পিচ কম্বল দিয়ে বাংলাদেশ থেকে মিয়ানমারে পণ্য রপ্তানী শুরু হল। কর্তৃপক্ষ আশা করছে খুব শীঘ্রই বন্দরে অচলাবস্থার অবসান হবে। ব্যবসায় অনুকুল পরিবেশ ফিরে আসবে।
Leave a Reply