হাফেজ মুহাম্মদ কাশেম ,টেকনাফ নতুন অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে টেকনাফ স্থল বন্দর কাস্টমস ৪কোটি ১২লাখ ৮০৪ টাকা রাজস্ব আয় করেছে। বিল অব এন্ট্রির সংখ্যা ছিল ১০৮ টি । উক্ত মাসে ১৫টি বিল অব এক্সপোর্টের মাধ্যামে ১৮লাখ ১৮ হাজার ৩১০ টাকা মূল্যের বাংলাদেশী পন্য টেকনাফ স্থল বন্দর দিয়ে মিয়ানমারে রপ্তানী হয়েছে। প্রসঙ্গত ঃ ২০১২-২০১৩ নতুন অর্থ বছর শুরু হয়ে ১মাস অতিবাহিত হয়ে গেলেও এখনো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বার্ষিক রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়নি বলে স্থানীয় কাস্টম সূত্রে জানা গেছে। ################
Leave a Reply