রমজান উদ্দিন পটল,টেকনাফ থেকে.…….মিয়ানমারের আরাকান রাজ্যে মুসলিম রাখাইনদের মধ্যে জাতিগত সহিংসতার কারণে অঘোষিত ভাবে বন্ধ হয়ে হয়ে পড়ে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত বানিজ্য। সংঘাতময় ঘটনার ১৫ দিন পার হওয়ার পর টেকনাফ স্থল বন্দর দিয়ে মালামাল আমদানী রপ্তানী শুরু হয়েছে। তবে দীর্ঘ ১৫ দিন সীমান্ত বানিজ্য অঘোষিত ভাবে বন্ধ থাকায় স্থল বন্দরে সরকার প্রায় ৪ কোটি টাকার রাজস্ব হারিয়েছে। সীমান্ত বানিজ্য বন্ধ থাকায় একদিকে সরকার বিপুল টাকার রাজস্ব হারায় অন্যদিকে ব্যবসায়ীদের কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্থ হয়।
সত্র জানায়- চলতি জুন মাসের শুরুতে মিয়ানমারের আরাকান রাজ্যে মুসলিম রাখানের মধ্যে ব্যাপক সহিংস ঘটনা ঘটে। ঘটনার প্রথম দিন থেকে মিয়ানমাররে সাথে বাংলাদেশের বানিজ্য যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। আকিয়াবে আটকে পড়ে আমদানীকারকদের কোটি কোটি টাকার পণ্য। বর্তমানে অচলাবস্থার অবসান হয়ে ১৫ দিন পর দু দেশের সীমান্ত বাণিজ্যে স্বাভাবিক অবস্থা ফিরে আসে।
গতকাল ১৭ জুন টেকনাফ স্থল বন্দর পরিদর্শনে গিয়ে দেখা যায়- পুরো বন্দর এলাকা একনো ফাকা হয়ে পড়েছে। তবে বিকালে ২টি হিমায়িত মাছ ভর্তি ট্রলার বন্দরের জেটি ঘাটে ভিড়েছে। সন্ধায় কিছু মাছও খালঅস হয়। স্থল বন্দরের ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশ মিয়ানমাররে ৭ দিনের পাসপোর্টধারীদের কয়েকজন লোক মিয়ানমারে যেতেও দখা যায়। টেকনাফ স্থল বন্দরস্থ কাস্টমস কর্মকর্তা কাজী আবুল হোছাইন জানান- দীর্ঘদিন সীমান্ত বানিজ্য বন্ধ থাকায় প্রতি দিন সরকার ৩০ থেকে ৩৫ লাখ টাকার রাজস্ব হারায়। ব্যবসায়ীরাও ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। ইউনাইটেড ল্যন্ড ফুট কর্মকর্মা জানান- বন্দরে স্বাভাবিক অবসথা ফিরে এসেছে। মিয়ানমার থেকে ২টি জাহাজ বন্দরে ভিড়েছে। আজ থেকে আরো অপরাপর পণ্য ভর্তি জাহাজ নিয়মিত ভাবে আসবে। এদিকে দীর্ঘ ১৫ দিন সীমান্ত বানিজ্য বন্ধ থাকলেও গতকাল থেকে বন্দরে স্বাভাবিক অবস্থা ফিরে আসায় ব্যাসায়ীদের মধ্যে সস্থির নিঃশ্বাস দেখা দেয়। ##############
Leave a Reply