নুর হাকিম আনোয়ার,টেকনাফ।
টেকনাফ স্থল বন্দরে কাঠ চাপা পড়ে মোস্তাক আহমদ(৩৫)নামে এক শ্রমিকের মৃত্যু ঘটেছে। সে উখিয়া উপজেলার থাইং খালী গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। ২২ নভেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় স্থল বন্দর অভ্যন্তরে ট্রাকে কাঠ লোডিংয়ের সময় একটি কাঠের রদ্দা শ্রমিকদের হাত থেকে ছুড়ে গিয়ে নিহত শ্রমিকের উপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় সহকর্মীরা তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এঘটনায় আহত অপর শ্রমিককে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। টেকনাফ স্থল বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট ম্যানেজার মোঃ খালিদ দূর্ঘটনায় শ্রমিকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply