নুর হাকিম আনোয়ার, টেকনাফ :::কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে আকর্ষিক পরিদর্শনে আসেন জেলা মৎস্য বিভাগ। এসময় মিয়ানমার থেকে আমদানি করা মাছের ফরমালিন পরীা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন-স্থলবন্দরের ব্যবস্থাপক মেজর (অব) মাকসুদুর রহমান, অপারেশন ম্যানেজার আবু নুর খালিদ, ব্যবসায়ী হাজী আবুল হাশেম, মাছ আমদানি কারক প্রতিষ্টান মেসার্স সুফিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিককারী হাজী এম কায়সার, জিয়াউল করিম, আবদুল্লাহ মনির ও উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা ছৈয়দ হুমায়ুন মোর্শেদ প্রমূখ।পরিদর্শনকালে জেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আহমদ বলেন, আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে বাজারে ফরমালিনযুক্ত মাছের প্রভাব মুক্ত করতে মিয়ানমার থেকে আমদানি কৃত মাছের পরীা করা হয়। স্থলবন্দর দিয়ে মিয়ানমার থেকে আসা আমদানি করা মাছে কোন ধরনের ফরমালিন পাওয়া যায়নি। ভোক্তাদের ফরমালিন মুক্ত মাছ পাওয়ার জন্য জেলার বিভিন্ন হাটবাজারের অভিযান পরিচালনা করা হবে।