হাফেজ মুহাম্মদ কাশেম…টেকনাফ সী-বীচ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২২ অক্টোবর সোমবার রাত ১ টায় টেকনাফ সদর ইউনিয়নের খোনকার পাড়াস্থ সী-বীচ এলাকায় এক যুবকের লাশ দেখে স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে টেকনাফ মডেল থানার এসআই মোঃ সোহেল ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাত থেকে সকাল পর্যন্ত উদ্ধারকৃত লাশটির পরিচয় না পেয়ে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করে পুলিশ। এদিকে দুপুরে থানায় একটি লাশ পাওয়ার খবরে টেকনাফ সদর ইউনিয়নের ডেইলপাড়ার ক্ষ্যতিবিল এলাকার হোসন আহাম্মদের পরিবারের লোকজন থানায় এসে উদ্ধারকৃত লাশটির ছবি দেখে শুক্কুর বলে সনাক্ত করে। তাৎক্ষনিক লাশের পরিচয় জানায়, সে টেকনাফ সদর ইউনিয়নের ডেইলপাড়ার ছালেহ আহমদের পুত্র আব্দু শুক্কুর ড্রাইভার(২৫)। কক্সবাজার মর্গ থেকে লাশটি ফেরত আনার পর দাফনের জন্য আত্মীয় স্বজনের নিকট হস্তান্তর করা হয়েছে।
এদিকে পরিবার সূত্রে জানা যায়, গত ৪ দিন ধরে আব্দুস শুক্কুর ড্রাইভারকে পাওয়া যাচ্ছিলনা। অবশেষে তাকে লাশ হিসাবে পাওয়া যায়। ইয়াবা সংক্রান্ত বিরোধের জের ধরে একটি চক্র তাকে হত্যা করে সাগর পাড়ে ফেলে দিয়েছে বলে সর্বত্র আলোচনা চলছে। রাতে এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্ততি চলছে বলে জানা গেছে।############
Leave a Reply