*এটিএন ফায়সাল – টেকনাফ সীমান্ত দিয়ে ফের রোহিঙ্গা অনুপ্রবেশের আশংকা করছেন কক্সবাজারের প্রশাসন। তারা খবর পেয়েছে গভীর বঙ্গোপসাগরে প্রায় ৪০ টি ট্রলারে শত শত রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে। রোহিঙ্গা বোঝাই ট্রলারগুলো সুবিধা জনক সময়ে টেকনাফ বা মহেশখালী চ্যানেল দিয়ে ঢুকে পরবে। প্রশাসন বলছে যে কোন ভাবে তারা রোহিঙ্গা অনুপবেশ ঠেকাবে। এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন, পুলিশ সুপার সেলিম মোঃ জাহাঙ্গীর আজ বিকেলে টেকনাফে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বৈঠক বসে প্রস্তুতি সেরেছেন। বৈঠক শেষে কক্সবাজার জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন জানিয়েছেন যে কোনভাবে অবৈধঅনুপ্রবেশ ঠেকানো হবে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সরকার এ ব্যাপারে সর্তক রয়েছে। সরকারের নির্দেশ অনুযায়ী বিজিবি. নৌ-বাহিনী, কোস্টগার্ড, পুলিশ সীমান্ত দিয়ে স্থল বা নৌ পথে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে তত্পর রয়েছে।
বিজিবি ৪২ ব্যাটলিয়ন কমান্ডার লে, কর্ণেল জাহিদ হাসান জানিয়েছেন, গভীর বঙ্গোপসাগরে প্রায় ৪০ টি ট্রলারে শত শত রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের জন অপেক্ষা করছে এমন সংবাদ তাদের কাছে রয়েছে। সীমান্তে যে কোন পরিস্থিতি মোকাবেলায় বিজিবি প্রস্তুত রয়েছে। কক্সবাজার পুলিশ সুপার সেলিম মোঃ জাহাঙ্গীর জানান, মহেশখালী, শামলাপুর, মনখালী ইত্যাদি উপকূলীয় এলাকাতে পুলিশকে সর্তক অবস্থায় রাখা হয়েছে। উল্লেখ্য, মুসলমানদের ত্যাগের উৎসব ঈদ উল আযহাকে কেন্দ্র করে মিয়ানমারের আরাকান রাজ্যে নতুন করে কয়েকটি স্থানে দাঙ্গা বাধে। এর ফলে আবারো রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারে এমন শংকা থেকে কক্সবাজারের প্রশাসন পূর্ব প্রস্তুতি গ্রহণ করেছে।
Leave a Reply