টেকনাফ সাংবাদিক সমিতির (টেসাস) পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। গতকাল (৩ মার্চ) বিকাল ৩টায় হ্নীলা ষ্টেশনস্থ টেসাস কার্যালয়ে এক সভা সমিতির সভাপতি মুহাম্মদ ছলাহ্ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শামসুল আলম শারেকের পরিচালনায় এতে প্রাজ্ঞ ও প্রবীন সংবাদকর্মী হাফেজ মুহাম্মদ কাশেম প্রধান অতিথি ও টেসাসের প্রাক্তন আহবায়ক মমতাজুল ইসলাম মনু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত সভায় সর্বসম্মত সিদ্ধান্তে মুহাম্মদ ছলাহ্ উদ্দিনকে সভাপতি, শামসুল আলম শারেক ও রমজান উদ্দিন পটলকে সহ-সভাপতি, হুমায়ূন রশিদকে সাধারণ সম্পাদক, জসিম উদ্দিন টিপু ও জিয়াউর রহমান জিয়াকে সহ-সাধারণ সম্পাদক, মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে সাংগঠনিক সম্পাদক, তারেক রহমান রাসেলকে অর্থ সম্পাদক, আমান উল¬াহ আমানকে প্রকাশনা সম্পাদক, আমিনুল ইসলামকে ক্রীড়া সম্পাদক, হেলাল উদ্দিনকে দপ্তর ও প্রচার সম্পাদক, শাহীন শাহকে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, আল-মাসুদকে সহ-অর্থ সম্পাদক, এটিএন ফায়সালকে সহ-প্রকাশনা সম্পাদক এবং সাদ্দাম হোসাইনকে সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
##############
স্বাক্ষরিত স্বাক্ষরিত
(মুহাম্মদ ছলাহ্ উদ্দিন) (হুমায়ূন রশিদ)
সভাপতি সাধারণ সম্পাদক