হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ উপজেলা প্রাইমারী শিক্ষা অফিসে বাউন্ডারী দেয়াল না থাকায় পুরো অফিস প্রাঙ্গণ গরু-ছাগল, কুকুর ও পাগলের চারণ ভূমিতে পরিণত হয়েছে। অফিস প্রাঙ্গণ জুড়ে গরু-ছাগলের বিচরণ, পাগলের আড্ডা, গরু-ছাগল ও কুকুরের পায়খানায় একাকার। অনেক সময় এসব উম্মুক্ত বারান্দায়ও উঠে পড়ে। বিশেষত: বৃষ্টি ও গরমের সময়ে এসব সামাল দেয়া কঠিন হয়ে পড়ে। জানা যায়- উপজেলা শিক্ষা অফিসটি প্রথমে ছিল টিএনটি রোডের ভাড়া করা ঘরে। এরপর এরশাদের শাসনামলে উপজেলায় উন্নীত হওয়ার পর পরিষদের পুরাতন ভবনের নীচতলায় স্থানান্তর করা হয়। কয়েক বছর পর একই ভবনের ২য় তলার দু’টি কক্ষে ছিল এই গুরুত্বপূর্ণ সরকারী অফিসটি। অবশেষে ২০০৫-২০০৬ অর্থবছরে পিইডিপি-২ এর আওতায় প্রাথমিক শিক্ষা ভবন সম্প্রসারন করার উদ্যোগ নেয়া হয়। ৬ কক্ষ বিশিষ্টি টেকনাফ উপজেলা শিক্ষা ভবন সম্প্রসার কাজ সম্পন্ন করে ২০০৭ সনের ২২ মার্চ ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন তৎকালীন ইউএনও মো: আলতাফ হোসেন চৌধুরী। টেকনাফ উপজেলা আদালত সংলগ্ন এজাহার গার্লস হাইস্কুলের রাস্তার পশ্চিমে এই ভবনে উদ্বোধনের পর থেকে কার্যক্রম চলে আসছে। কিন্তু বাউন্ডারী দেয়াল না থাকায় অফিস প্রাঙ্গণ গরু-ছাগল, কুকুর পাগলের বিচরণ ক্ষেত্র ও আড্ডা পরিণত হয়েছে। এব্যাপারে জানতে চাইলে টেকনাফ উপজেলা শিক্ষা অফিসার আ,ন,ম আব্দুল্লাহ জানান- উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির এবং উপজেলা শিক্ষা কমিটির সভায় একাধিকবার বিষয়টি উত্থাপন করা হয়েছে। কিন্তু ৫ বছরেও বাউন্ডারী দেয়ালের ব্যবস্থা হয়নি।######
Leave a Reply