মোজাম্মেল হক বাহার, শামলাপুর,টেকনাফ….সম্প্রতি মায়ানমার থেকে প্রতিদিন টেকনাফের বিভিন্ন সিমান্ত পয়েন্ট থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। তাদের মধ্য থেকে কেউ আসছে জিবিকা নির্বাহের জন্য, আবার কেউ আসছে বাংলাদেশ থেকে মালেশিয়া পাড়ি দেয়ার তাগিদে। এদিকে বি,জি,বি তথা সিমান্তের অতন্দ্র প্রহরীরা নিজ দায়িত্ব ভূলে গিয়ে কি ভূমিকা পালন করছে? এ প্রশ্ন দেশের সচেতন জনমহলের। গত ১১ নভেম্বর টেকনাফ শামলাপুর থেকে গোপন সংবাদের ভিত্তিতে রাত ১ঘটিকার সময় শামলাপুর ফাঁড়ির ইনচার্জ মোঃ আব্দুল মোনাফ এর নেতৃত্বে ৩জন নতুন অনুপ্রবেশকারী রোহিঙ্গাকে আটক করে পুলিশ সদস্যরা। তারা হল মায়ানমার চাব্বিডং গ্রামের মৃত আব্দুল মোনাফের পুত্র ইয়াছিন (২৫), বুচিদং খারাংখালির নাগু মিয়ার পুত্র জহির আহাম্মদ (২৭), জামাল হোসাইনের পুত্র আব্দুল আমিন (৩৩)। আটককৃত রোহিঙ্গাদের কাছ থেকে কোন পথ দিয়ে শামলাপুর প্রবেশ করেছে জানতে চাইলে তারা বলে, ‘বাহারছড়ার বিভিন্ন স্থানে পুলিশের টহল বিদ্যমান থাকায় ভিন্ন পথ দিয়ে শামলাপুর প্রবেশ করেছি।’ ইনচাজ মহোদয় আটককৃতদের ১২ নভেম্বর টেকনাফ থানায় প্রেরণ করবে বলে জানান।
Leave a Reply