রাশেদুল করিম: টেকনাফ উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এসএসসি ২০০৩ ব্যাচের শিক্ষার্থীদের দীর্ঘ ১৭ বছর পর বার্ষিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
২৫ ডিসেম্বর শুক্রবার সকাল ৮টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করে ১০ টায় কক্সবাজারস্থ দরিয়া নগর পার্কে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
মোঃ রাশেদুল করিমের সঞ্চালিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক বশির আহমেদ।
‘এসএসসি ০৩’ ব্যাচের পক্ষ থেকে প্রবীণ শিক্ষক অনুষ্ঠানের প্রধান অতিথি বশির আহমেদ কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এবং স্মৃতি চারণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি বলেন, এসএসসি ০৩ ব্যাচের শিক্ষার্থীরা যে আমাকে সম্মানিত করেছে এবং দীর্ঘ ১৭ বছর পর তোমাদের মাঝে এ বন্ধন দেখে আমি মুগ্ধ ও আনন্দিত হয়েছি। ‘এসএসসি ০৩’ ব্যাচের শিক্ষার্থীদের স্মৃতি চারণে তিনি আরো বলেন, তোমাদের এ ০৩ ব্যাচকে সাথে নিয়ে টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সর্বপ্রথম জাতীয় স্কাউট প্রতিযোগিতায় চট্টগ্রাম জাম্বুরী মাঠে অংশ গ্রহন করেছিল। এছাড়া বিভিন্ন শিক্ষক/শিক্ষার্থী ও ততকালীন প্রধান শিক্ষক মরহুম ফজলুল করিমের কথাও স্মরণ করেন এই প্রবীণ শিক্ষক। এসময় তিনি শিক্ষার্থীদের জন্য দোয়া করেন। পরে উপস্থিত শিক্ষার্থীদের হাতে স্মৃতি স্মারক তুলে দেন তিনি।
দীর্ঘ ১৭ বছর পর বন্ধুদের কাছে পেয়ে অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন। এসময় একে অন্যকে জড়িয়ে ধরে ভালমন্দ শেয়ার করেন। দুপুরে খাবার শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে প্রধান পুরস্কার লাভ করেন সাবেক শিক্ষার্থী মোঃ জাহাঙ্গীর।
এদিকে দীর্ঘ ১৭ বছর প্রায় দেড়যুগ পর ছড়িয়ে-ছিটিয়ে থাকা বন্ধুদের একই ফ্রেমে আবদ্ধ করার জন্য টেকনাফের বিসমিল্লাহ হার্ডওয়্যারের প্রোপাইটর মোহাম্মদ আলম কে ধন্যবাদ জানান সকলে। এবং আরো অটুটকরার জন্য নানান পরিকল্পনা হাতে নেওয়া হয়।
সারাদিনের নানা কর্মসূচির মাঝে বিকালে শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন ও একে অপরের সাথে কুশল বিনিময়ে সুন্দর ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Leave a Reply