হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফঃ দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে টেকনাফ-মংডু ট্রনজিট পয়েন্টে। দীর্ঘ ৮০ দিন বন্ধ থাকার পর ২৮ আগষ্ট এপার-উপার যাত্রী যাতায়ত শুরু হয়। গতকাল ২৯ আগষ্ট ২য় দিনে বাংলাদেশ থেকে ৭৬ জন এবং মিয়ানমার থেকে ১১৬ জন ট্রানজিট যাত্রী যাতায়ত করেছে। #############
Leave a Reply