সাইফুল ইসলাম সাইফী:::টেকনাফ বাহারছড়া সাগর সৈকতের সবুজ বেষ্টনি ঝাউ বাগান নিধনের হিড়িক পড়েছে। উপকুলীয় এলাকার বিভিন্ন স্থানে দিনদুপুরে ঝাউগাছ কেটে নিয়ে যাচ্ছে দুবৃর্ত্তরা। উপকুলীয় ইউনিয়ন বাহারছড়া এলাকার নোয়াখালী পাড়ার সৈকত এলাকায় গিয়ে দেখা যায়, বনবিভাগ কোষ্টাল কর্তৃক রোপনকৃত ঝাউবাগানের অধিকাংশ গাছ কেটে নিয়ে গেছে দুবৃর্ত্তরা। ফলে সমুদ্রের জোয়ারের পানির তোড়ে সৈকত এলাকায় ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। এতে পরিবেশের মারাতœক বিপর্যয়ের আশংকা দেখা দিয়েছে। আর এসব গাছ নিয়ে ঘরের খুটি, ছাল, নৌকা ও বিহিঙ্গী জালের খুটি হিসেবে ব্যবহার করা হচ্ছে। এলাকার ছৈয়দ আলমসহ অনেকে জানান, নোয়াখালীয়া পাড়ার ইসমাইল, নুর বশর নিয়মিত করাত দিয়ে এসব কেটে নিয়ে যাচ্ছে। বিহিঙ্গী জালের খুটি হিসেবে ব্যবহার করছে স্থানীয় বাদশা মিয়া, হেলাল মিয়া, কাছিম, আমির হোসেন, হাফেজ আহমদ, শরিফ, কালা মিয়া, আবদু রহিম, স্দ্দাাম, আলী হোছন শামশু, কেফায়েত উল্লাহ, রশিদ, বাইলা, ইব্রাহিম, নুর কবির, মোজাহার মিয়া, মোহাম্মদ উল্লাহ সহ আরও অনেকে। এছাড়া সিরাজ মিয়ার বাড়ীতে ঝাউগাছ কেটে স্তুপ করে রাখা হয়েছে। স্থানীয় সচেতন ব্যক্তিরা প্রতিবাদ করলে তাদের দিকে দুবৃর্ত্তরা তেড়ে আসেন বলে জানান। এদিকে ঝাউ গাছ কাটার ব্যাপারে প্রতিবাদ করায় ছৈয়দ আলমকে স্থানীয় কয়েকজন গাছ নিধনকারী মারধরের হুমকি দিচ্ছে। এব্যাপারে স্থানীয় মেম্বার আমির হোসেন বলেন, আগামী কয়েক দিনের মধ্যে স্থানীয়দের নিয়ে সচেতনতা মূলক সভা করার প্রস্তুতি নেওয়া হয়েছে। উপকুলের ঝাউ গাছ নিধনকারী যে কেউ হোক না কেন তাদের ছাড় দেওয়া হবে না।
এব্যাপারে স্থানীয় বিট কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ঝাউবাগান নিধনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।