হাফেজ মুহাম্মদ কাশেম,…৩নং ওয়ার্ডের মেম্বার শামশুদ্দিন আহমদ বাহারছড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গতকাল ১১ সেপ্টেম্বর দুপুরে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মোঃ সামছুল ইসলামের কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান(দায়িত্বপ্রাপ্ত) আলহাজ্ব এইচএম ইউনুচ বাঙ্গালী, সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ আল মামুন এসময় উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় গত ৩০ আগষ্ট স্মারক নং স্থাসবি/ইপ/সাবঅ-৩৩/১৯৯৯/৫০৯ মূলে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউপি চেয়ারম্যান মাও: হাবিবুল্লাহকে সামরিক বরখাস্ত করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচন করতে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই জরুরী সভা আহবান করেন। ইউনিয়নের ৩ জন নারী ও ৯ জন পুরুষ মেম্বারের মধ্যে ১নং ওয়ার্ডের হোছন আহমদ মেম্বার,৩নং ওয়ার্ডের শামশুদ্দীন আহমদ মেম্বার, ৪নং ওয়ার্ডের আনোয়ারুল ইসলাম মেম্বার, ৫নং ওয়ার্ডের মোঃ তাহের মেম্বার, ৬নং ওয়ার্ডের মোঃ আলিম উদ্দীন মেম্বার , ৭নং ওয়ার্ডের গিয়াস উদ্দীন মেম্বার, ৯নং ওয়ার্ডের আমির হোছাইন মেম্বার, সংরক্ষিত ১নং আসনের জুহুরা বেগম, ২নং আসনের খুরশিদা বেগম, ৩নং আসনের ফেরদৌস আরা বেগম এবং ইউপি সচিব(বরখাস্তকৃত) মোঃ রিয়াজুল হক উপস্থিত ছিলেন। ২নং ওয়র্ডের মোক্তার আহমদ মেম্বার, ৮নং ওয়ার্ডের ছৈয়দ হোসেন মেম্বার উপস্থিত ছিলেন না। দায়িত্ব গ্রহণের পর আজ ১২ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামশুদ্দীন আহমদ প্রথম সাধারণ সভা আহবান করেছেন বলে জানা গেছে।
Leave a Reply