মোজাম্মেল হক বাহার,শামলাপুর॥
আগামী ২৩ জানুয়ারী টেকনাফ বাহারছড়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল। উক্ত কাউন্সিলের ৩ প্রতিদন্দী তথা স্থানীয় শামলাপুরের মৌলভী নাছির উদ্দীনের পুত্র মৌলভী আজিজ উদ্দীন, মোহাম্মদ আলমের পুত্র সাইফুল¬াহ, এবং মরহুম এরশাদুর রহমানের পুত্র মোহাম্মদ ইসলাম(সাবেক মেম্বার) তারা এখন ব্যস্ত সময় কাটাচ্ছে নিজ নিজ প্রয়োজনের তাগিদে। হয়তো বা কখনো তারা অর্ধাহারে দলবল নিয়ে রায়ের জন্য মরিয়া হয়ে ছুটছে ভোটাধিকারপ্রাপ্ত মানুষের দ্বারে দ্বারে। কিন্তু কে হবে আগামীর বাহারছড়া আওয়ামীলীগের আহবায়ক; তা নিয়ে ভাবনার ঘ্যাঁড়াজালে পুরো ইউনিয়নবাসি। কারণ; তিন জনই একই মাপের মানুষ, দলের জন্য এক এক ত্যাগী নেতা। তাদের মধ্যে মৌলভী আজিজ উদ্দীন সমাজ সেবক, এলাকার গরীব অসহায়ের আপন মুখ ও দলের জন্য একজন ত্যাগী নেতা, আর সাইফুল্লাহ হল বাহারছড়া আওয়ামীলীগের দীর্ঘ দিনের সভাপতি, মিশুক ও দলপ্রেমি মানুষ, এবং অপর পক্ষে মোহাম্মদ ইসলাম হল বর্ষীয়ান রাজনীতিবিদ ও নিষ্ঠাবান একজন ব্যক্তিত্ব। তাই কেউ আগাম কাউকে এককভাবে বেছে নিতে পারছেনা। সকলের মুখে একই কথা; জানিনা কে হবে বাহারছড়া ইউনিয়ন আওয়ামীলীগের আগামী দিনের সভাপতি।